সর্বশেষ

রাজনীতি

বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি।

জুলাই মাসের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে তাকে এ সিদ্ধান্ত জানানো হয়। দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়, ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত ২৪ আগস্ট একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল (সূত্র নং: বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫)। এরপর তিনি নোটিশের জবাব না দিয়ে সময় চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট নতুন আরেকটি স্মারকের মাধ্যমে (সূত্র নং: বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) ২৪ ঘণ্টার অতিরিক্ত সময় দেওয়া হয়।

তবে চূড়ান্তভাবে ২৬ আগস্ট যে লিখিত জবাব জমা দেন, তা দল সন্তোষজনক মনে করেনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ফজলুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনায় রেখে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপাতত তিন মাসের জন্য সব ধরনের দলীয় পদ স্থগিত রাখা হয়েছে।

একই সঙ্গে দলীয় চিঠিতে তাকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণের সময় যেন তিনি দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন