সর্বশেষ

সারাদেশ

যশোরের শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৭ বাংলাদেশি আটক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে শার্শা থানার কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের পরিচয়:
১. হৃদয় গাইন (২৩), পিতা: রথীন্দ্রনাথ গাইন
২. শিশির মন্ডল
৩. সুজিত মন্ডল (৩৪)
৪. কুমার জিন্দ্র গাইন (৫০), পিতা: শ্রীকান্ত গাইন
৫. পাঞ্চু মন্ডল (৩৬), পিতা: কলিন্ড মন্ডল
৬. পুতুল (২০), পিতা: মৃত সুশান্ত নন্দী
৭. তৃষ্ণা অনুকারী (১৭), পিতা: বিনয় অধিকারী
৮. ছবুরণ বেগম (৪৫), পিতা: মৃত শামসুর শেখ


তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি টহল দল সীমান্তে তৎপরতা চালায়। একপর্যায়ে তারা সীমান্ত অতিক্রমের সময় ওই সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার বাংলাদেশি টাকা, ৮ হাজার ভারতীয় রুপি এবং ৭টি মোবাইল ফোন (৪টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন) জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে নিয়মিত সচেতন ও সতর্ক করা হচ্ছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন