সর্বশেষ

জাতীয়খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

কুষ্টিয়ায় ১ কোটি ৬২ লক্ষ টাকার মাদক ও কারেন্ট জাল উদ্ধার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসব অভিযানে ভারতীয় ৯০ বোতল মদ, ২ কেজি গাঁজা এবং ৪ হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সবকিছুর বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইওয়েতে বিশাল জাল জব্দ
বিজিবি সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভেড়ামারা হাইওয়েতে সিরাজগঞ্জ থেকে বেনাপোলগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত জালগুলো পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।


মাদকবিরোধী দুটি অভিযান
পরদিন ২৬ আগস্ট সকালে বিজিবি আরও দুটি মাদকবিরোধী অভিযান চালায়।

প্রথম অভিযানটি সকাল ৬টার দিকে দৌলতপুর সীমান্তের চল্লিশপাড়া মাঠ এলাকায় চালিয়ে উদ্ধার করা হয় ভারতীয় ৯০ বোতল মদ, যার বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানটি হয় সকাল ১০টার দিকে গাংনী উপজেলার রংমহল সীমান্তে, সেখানকার খাসমহল মাঠ থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা, যার মূল্য প্রায় ৭ হাজার টাকা।
বিজিবির অবস্থান
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, অবৈধ জাল সরবরাহ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সংরক্ষণাগারে রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন