সারাদেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লোহাগড়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামঠানা এলাকার বাসিন্দা বেলায়েত মোল্যা খালের পাটের জাগ খুঁজতে গিয়ে হঠাৎ পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে জানালে, তারা বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে গেনজি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর