সর্বশেষ

সারাদেশ

যশোর জেলা ছাত্রদলের অবস্থা সংকটাপন্ন: অপ্রতুল নেতৃত্ব, অরাজকতা ও অনিয়মের অভিযোগ

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেলা ছাত্রদলের বর্তমান পরিস্থিতি। সংগঠনের অভ্যন্তরে নানা অপকর্ম ও অব্যবস্থাপনার অভিযোগে সংগঠনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।

২০১৮ সালে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃপক্ষের মাধ্যমে যশোরে ১১ সদস্যের আংশিক কমিটি গঠন হলেও, এর পর থেকে সংগঠনের কার্যক্রম বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। ২০২১ সালে এ কমিটি ৩৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে উন্নীত হলেও অধিকাংশ সদস্যই নিষ্ক্রিয় থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দাবি করে, সংগঠনের অভ্যন্তরে রয়েছে নানা অপ্রত্যাশিত ঘটনা ও অসদাচরণ। সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা ও সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কিছু নেতা-সদস্য ব্যক্তিগত স্বার্থে সংগঠনের কার্যক্রমকে ব্যাহত করছেন, এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন।

সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—অবৈধ সম্পর্ক, চাঁদাবাজি, মাদক সেবন ও অসদাচরণের। পাশাপাশি, সংগঠনের একাধিক নেতা-সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এমনকি, কিছু নেতা-সদস্যের ব্যক্তিগত জীবন ও বৈবাহিক পরিস্থিতি নিয়েও নানা গুঞ্জন শোনা যায়।

অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্বল নেতৃত্বের কারণে সংগঠনের কিছু নেতার অবদান ও কার্যক্রম প্রশ্নের মুখে পড়ছে। জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল সূত্র জানায়, "আমরা এখন নিজ সংগঠনের নামের সাথে লজ্জা অনুভব করি। আমাদের সংগঠন এখন মশকরা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ বলি, কারণ এখানে অনেক নেতাই মাদকসেবী, চাঁদাবাজ ও অছাত্র।"

অন্যদিকে, সংগঠনের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী হতাশা প্রকাশ করেন। তারা মনে করেন, সংগঠনের ভেতরে প্রয়োজন প্রকৃত সংস্কার ও সুষ্ঠু নেতৃত্বের, না হলে সংগঠনের ভবিষ্যৎ আরও ঝুঁকির মধ্যে পড়বে।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এখন আমাদের সংগঠনের মান রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছি। তবে সত্যিটা লুকানো সম্ভব নয়—সংগঠন এখন অনেকটাই অবনতি ঘটেছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন