ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সবার: সেনাপ্রধান

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ বহু শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে, এবং এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, "এই দেশ শুধু কারও একার নয়, বরং সবার। এখানে ধর্ম, জাতি বা গোত্রের ভিত্তিতে কোনো ভেদাভেদ চলবে না। প্রতিটি নাগরিকের রয়েছে সমান অধিকার।"
শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা সবসময় আপনাদের পাশে আছি। সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি অঞ্চলে মোতায়েন রয়েছে—আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন আনন্দের মধ্য দিয়ে। আমরা সবাই মিলে উৎসব উদযাপন করবো। প্রয়োজনে সব ধরনের সহায়তা করা হবে।"
সেনাপ্রধান আরও বলেন, "আজকের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—এই দেশকে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উদাহরণ হিসেবে গড়ে তোলা। শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের শক্তি।"
ভগবান শ্রীকৃষ্ণের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, জন্মাষ্টমীর এই দিনে সেই আদর্শ যেন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে—এই কামনাই করি। "এই আদর্শের আলোয় আমরা একসঙ্গে এগিয়ে যাবো," যোগ করেন তিনি।
নিজের শৈশবের স্মৃতি স্মরণ করে সেনাপ্রধান জানান, আজিমপুর-পলাশী এলাকায় তাঁর বেড়ে ওঠা, এবং এ এলাকায় তাঁর অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আজকের এই আয়োজনে অংশগ্রহণ।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে