সর্বশেষ

জাতীয়

আজ শুভ জন্মাষ্টমী: দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকি ও বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, যখন পৃথিবীতে অন্যায়, অবিচার ও অশুভ শক্তি প্রকট হয়, তখন সত্য, ন্যায় ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ মহাবতার রূপে আবির্ভূত হন।

জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “শ্রীকৃষ্ণ আজীবন মানবপ্রেম, ন্যায় ও শান্তির বাণী প্রচার করেছেন। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় তাঁর দর্শন শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল মানুষের জন্যই অনুপ্রেরণাদায়ী।”

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই দিনটিকে ঘিরে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করেছে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা। সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুর ২টায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতের আয়োজনে রয়েছে শ্রীকৃষ্ণ পূজা।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যুগে যুগে যখনই অধর্মের প্রতাপ বাড়ে, তখনই ভগবান মানবজাতির কল্যাণে অবতীর্ণ হন — আর সেই বিশ্বাসেই জন্মাষ্টমী তাদের কাছে শুধু উৎসব নয়, ন্যায়ের পথে চলার এক গুরুত্বপূর্ণ বার্তাও।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন