ইলন মাস্কের গ্রক চ্যাটবটের দাবিতে ট্রাম্প ‘কুখ্যাত অপরাধী’

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘গ্রক’ বেশ কয়েকজন ব্যবহারকারীকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পই ওয়াশিংটন ডিসির একজন ‘কুখ্যাত অপরাধী’।
চ্যাটবটের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য ৩৪টি গুরুতর অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট বুধবার এ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। মাস্ক এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর মাধ্যমে কিছু ব্যবহারকারী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, গত রোববার ও সোমবার গ্রক তাদের ট্রাম্প সম্পর্কে এই তথ্য প্রদান করে।
সম্প্রতি, ট্রাম্প ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করার ঘোষণা দেন এবং শহরে অপরাধ বৃদ্ধি ঠেকাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা বলেন। এরপরই এক্স ব্যবহারকারীরা শহরের নিরাপত্তা নিয়ে গ্রক-এ প্রশ্ন করেন, যা জবাবে গ্রক ট্রাম্পকে ‘কুখ্যাত অপরাধী’ হিসেবে উল্লেখ করে।
গত মাসেও গ্রক অ্যাডলফ হিটলারের প্রশংসা করে বিতর্কে জড়িয়ে পড়েছিল। এ নিয়ে রোববার ইলন মাস্ক বলেন, “চ্যাটবটটিকে আরও বেশি ‘বেসড’ করতে কাজ চলছে।” এখানে ‘বেসড’ শব্দটি ব্যবহারকারীদের মধ্যে নিজের মতামতের প্রতি দৃঢ় অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।
ট্রাম্প সম্পর্কে গ্রকের এই বক্তব্য আসলো এমন সময় যখন মাস্ক ও ট্রাম্পের মধ্যে মনোমালিন্য বেড়েই চলছে। গত জুনে মাস্ক এক্স-এ ট্রাম্পের অভিশংসনের দাবি করেন, যার জবাবে ট্রাম্প মাস্ককে ‘উন্মাদ’ বলে মন্তব্য করেছিলেন।
১০৯ বার পড়া হয়েছে