আশুলিয়ায় হত্যাকাণ্ড: ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয় তরুণকে পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার (১৩ আগস্ট) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশের তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার এবং আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে গত বছরের ৪ ও ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলনের সময় সাতজনকে হত্যার ঘটনায় দুটি পৃথক মামলা হয়। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুলিশভ্যানে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ আরও রয়েছে, মরদেহ পোড়ানোর সময় একজনকে জীবিত অবস্থায় পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়। আর ৪ আগস্ট একজনকে গুলি করে হত্যা করা হয়।
এই নৃশংস ঘটনার মামলায় গত ২ জুলাই ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে ১৬ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ আমলে নেয়। পরে ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য ১৩ আগস্ট দিন নির্ধারণ করা হয়।
১৩ আগস্টের শুনানিতে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এদিন মামলার আটজন গ্রেফতার আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন এবং কনস্টেবল মুকুল।
শুনানি শেষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, এ মামলায় অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিরীহ তরুণদের হত্যা ও মরদেহ পোড়ানোর মতো ভয়াবহ অপরাধে জড়িত ছিলেন। তারা আশা করছেন, আদালত দোষীদের বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করবেন।
১০৫ বার পড়া হয়েছে