ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ থেকে ছাত্রদলে আসা নেতার বিরুদ্ধে

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে এক নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, অভিযুক্তের নাম রকি মিয়া ওরফে দুদু।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীপরিত্যক্ত ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন রকি। মঙ্গলবার রাতে চৌহাট ইউনিয়নের উত্তরপাড়া বকশিবাজারের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভুক্তভোগী নারী তার স্বামী থেকে তালাকের পর থেকে বাবার বাড়িতে থাকছেন। এর মধ্যে রকি নানা ধরনের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলেন। গভীর রাতে, নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন রকি। চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে আটক করে এবং মারধর করে।
পরে, স্থানীয়দের উপস্থিতিতে পাঁচ লাখ টাকার বিনিময়ে ওই নারীর সঙ্গে রকির বিয়ে সম্পন্ন হয়। তবে, ঘটনার পরদিন সকালে, রকি কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে।
অভিযুক্ত রকি চৌহার্ট দক্ষিণপাড়া মহল্লার জমিদার মোহাম্মদ চানমিয়ার ছেলে। তিনি ছাত্রদলের সংগঠনিক সম্পাদক পদের প্রার্থী হিসেবে পরিচিত। ছাত্রদল নেতা হিসেবে তার পরিচিতির পাশাপাশি, এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নারীদের প্রতি কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী থেকে তালাকের পর থেকেই রকির নানা অপকর্মের শিকার তিনি। তিনি আরও বলেন, "রকি আমার উপর নানাভাবে কুপ্রস্তাব দিত। আমি তার কথা মানতে রাজি না হওয়ায়, সে মঙ্গলবার গভীর রাতে আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমার উপর নির্যাতন চালায়।"
এ বিষয়ে ধামরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসী এই ঘটনাকে অপকর্মের জন্য ছাত্রদলের নেতাদের মধ্যে অস্বস্তির কারণ হিসেবে দেখছেন।
১৩৮ বার পড়া হয়েছে