রাজনীতি
চোখের চিকিৎসার ফলোআপের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
চোখের চিকিৎসার ফলোআপে ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চোখের চিকিৎসার ফলোআপের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, “চোখের ফলোআপ চিকিৎসার উদ্দেশে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী ব্যাংকক যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি শিগগির দেশে ফিরবেন।”
এর আগে গত ১৩ মে একই হাসপাতালের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান মির্জা ফখরুল। ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সেসময় দুই সপ্তাহের বেশি বিশ্রামে ছিলেন। চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।
১৫৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর