সচিবালয়ে নিরাপত্তা জোরদার, সভা-সমাবেশ নিষিদ্ধ

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থায় কঠোরতা এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ের ভেতরে সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সেইসঙ্গে সন্ধ্যা ৬টার পর সেখানে অবস্থান করতে হলে সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কোনো মন্ত্রণালয় বা বিভাগীয় সম্মেলন কক্ষে অনুমতি ছাড়া কোনো সভা, বৈঠক বা পেশাগত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। এমনকি সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনগুলোতেও সচিবালয়ে প্রবেশ বা অবস্থানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
নিরাপত্তা বিধানের অংশ হিসেবে সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশপত্র দৃশ্যমান রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন টাঙানো নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া সচিবালয়ে প্রবেশের সময় ব্যক্তি ও যানবাহনের তল্লাশির বিষয়টি নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সবাইকে তা কঠোরভাবে মেনে চলতে হবে।
১১৯ বার পড়া হয়েছে