সর্বশেষ

আন্তর্জাতিক

সতীনকে লিভার দান করে নজির গড়লেন সৌদি নারী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক সৌদি নারী তার সতীন ও স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের লিভারের ৮০ শতাংশ দান করে মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সফল অস্ত্রোপচারের মাধ্যমে এখন দু’জনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, মাজেদ বালদাহ আল-রোকি নামের এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদিকে দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগতে দেখে তার জন্য নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন। ডায়ালাইসিস ও বিদেশে চিকিৎসার পরও কোনো উন্নতি না হওয়ায়, শেষমেশ অঙ্গ দানের পথেই এগোন তিনি।

তবে তখনই ঘটে এক হৃদয়বিদারক ও অবাক করা ঘটনা। মাজেদের প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি স্বেচ্ছায় তার সতীনের প্রাণ বাঁচাতে নিজের লিভারের ৮০ শতাংশ দানের প্রস্তাব দেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই আত্মত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

মাজেদ বলেন, “আমি যখন তাগরিদকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিই, তখন প্রথম স্ত্রী নৌরাকে বলেছিলাম—যদি অপারেশনের সময় কিছু হয়, তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখে রাখবে। কিন্তু তখনই সে জানায়, সে নিজেই লিভার দেবে তাগরিদকে বাঁচাতে।”

পরবর্তী সময়ে মেডিকেল পরীক্ষায় টিস্যু সামঞ্জস্যতা নিশ্চিত হওয়ার পর সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন সম্পন্ন হয়।

নৌরার এমন নিঃস্বার্থ পদক্ষেপ স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ হিসেবে এই ঘটনা ইতোমধ্যেই বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন