সর্বশেষ

জাতীয়ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আচরণবিধি নিশ্চিতে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
ডেমরায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
গ্রিসগামী নৌকায় ‘পেট্রোল পান’ করে দুই বাংলাদেশির মৃত্যু
সারাদেশতানোরে শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ৯.৫ ডিগ্রি
আন্তর্জাতিকজাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
খেলাটি-টোয়েন্টি : ১৩ বলের ওভার করে সমালোচনায় আর্শদিপ, সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা
জাতীয়

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ২৪ লাখের বেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে নতুনভাবে ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। ফলে দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার হোসেন। তিনি বলেন, “সারাদেশে একযোগে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।”

হালনাগাদে যুক্ত ও বাদ
সচিব জানান, চলতি বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে তথ্য সংগ্রহের মাধ্যমে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে, একইসঙ্গে মৃত ও অযোগ্য হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

চূড়ান্ত তালিকা ও সংশোধনের সুযোগ
খসড়া তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত তথ্য সংশোধনের সুযোগ থাকবে।

নতুন ভোটার অন্তর্ভুক্তি
মৃত ব্যক্তির নাম বাদ
ভোটার স্থানান্তর
তথ্য সংশোধন
এই সংক্রান্ত আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নতুন নিয়মে ১৮ বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে
সচিব আরও জানান, নতুন ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে আইন সংশোধনের ফলে এখন ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। পূর্বে তাদের এক বছর অপেক্ষা করতে হতো। তিনি আরো বলেন, এ বছর মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে ইসি—

২ মার্চ
৩১ আগস্ট
৩১ অক্টোবর
এর আগে, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে নির্বাচন অফিসগুলোতে খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং তা সংশ্লিষ্ট স্থানে সাঁটিয়ে দেওয়া হয়।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন