ইন্ডিগোর ফ্লাইটে আতঙ্কিত যাত্রীকে চড়: খোঁজ মিলল হুসেইন আহমদের

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাঝ আকাশে আতঙ্কজনিত প্যানিক অ্যাটাকের শিকার হওয়া যাত্রী হুসেইন আহমদ মজুমদারের খোঁজ মিলেছে। ঘটনার কয়েকদিন পর তাঁকে আসামের বরপেটা জেলার একটি রেলস্টেশনে পাওয়া যায়। শিলচর থেকে ওই স্টেশনের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।
৩২ বছর বয়সী হুসেইন আসামের কাছাড় জেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার গভীর রাতে তিনি ইন্ডিগোর একটি ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর যাচ্ছিলেন। উড়ন্ত অবস্থায় তিনি হঠাৎ প্যানিক অ্যাটাকের শিকার হন। নিজের মানসিক অবস্থার কারণে তিনি এক সহযাত্রীর পাশে গিয়ে বসেন এবং তাঁকে পরিচয় জিজ্ঞেস করেন। হুসেইনের ভাষ্য অনুযায়ী, ওই সহযাত্রী হাফিজুল রহমান নাম জানালে তিনি তাঁকে সালাম জানান। কিন্তু এরপরই অপ্রত্যাশিতভাবে হাফিজুল তাঁকে তিন-চারবার চড় মারেন।
হুসেইন বলেন, “আমি ভয় পাচ্ছিলাম, শরীর কাঁপছিল। তাই একটু শান্ত হতে একজন যাত্রীর কাছে যাই। কিন্তু সে হঠাৎ আমার ওপর চড়াও হয়।”
ঘটনার সময় কেবিন ক্রুরা বিষয়টি লক্ষ্য করে হস্তক্ষেপ করেন এবং হুসেইনকে পানি দিয়ে শান্ত করার চেষ্টা করেন। বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর অভিযুক্ত যাত্রী হাফিজুল রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, হুসেইনের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে থানার জিজ্ঞাসাবাদের পর হাসপাতালে নেওয়া হয়, যার ফলে তিনি শিলচরের ফ্লাইট ধরতে পারেননি। হুসেইনের পরিবার তখন তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরদিন শনিবার তাঁকে বরপেটার একটি রেলস্টেশনে পাওয়া যায়।
হুসেইন জানান, চড় খাওয়ার পর থেকে তাঁর মাথায় ব্যথা রয়েছে এবং চলাফেরাতেও সমস্যা হচ্ছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাত্রী নিরাপত্তা এবং সহানুভূতির অভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
১৩৯ বার পড়া হয়েছে