সর্বশেষ

জাতীয়প্রচার শুরুর প্রথম আট দিনেই ৪২ সহিংসতা, উদ্বেগে ভোটের মাঠ
১৫ বছরে শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশই বঞ্চিত হয়েছে: তারেক রহমান
টেংরাটিলা বিস্ফোরণ মামলা: ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
সারাদেশশেরপুরে সংঘর্ষ: রাতভর উত্তেজনা, থমথমে দুই উপজেলা, ইউএনও এবং ওসি প্রত্যাহার
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধ শতাধিক অভিবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈরী আবহাওয়ার মধ্যে ইয়েমেনের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রোববার দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের খানফার জেলার উপকূলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চল, বিশেষ করে ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, বহু মানুষ এখনো নিখোঁজ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, উপকূল থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১৪ জনের মরদেহ আনা হয়েছে আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতালের মর্গে।

আবিয়ান নিরাপত্তা ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। সাগর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ ইসভ বলেন, "এ ধরনের হৃদয়বিদারক প্রাণহানি এড়াতে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।" সংস্থাটি অভিবাসীদের নিরাপত্তা বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইওএম জানিয়েছে, হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোতে কাজের খোঁজে পাড়ি জমানো অভিবাসীদের জন্য ইয়েমেন একটি প্রধান ট্রানজিট রুট। তবে এই পথটি ‘বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও ব্যস্ত অভিবাসন রুট’ হিসেবে বিবেচিত।

চলতি বছরের মার্চেও ধুবাব জেলার উপকূলে এমন একটি দুর্ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসী নিখোঁজ বা নিহত হন। উদ্ধার করা গিয়েছিল মাত্র দুইজন ক্রুকে।

আইওএমের তথ্য বলছে, ২০২৪ সালেই এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।
সংস্থাটির ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর হিসাব অনুসারে, গত এক দশকে হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেনগামী পথে ৩,৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,৪০০ জন।

সংস্থাটি আরও জানায়, দালালচক্র উপকূল রক্ষীদের নজর এড়িয়ে অভিবাসীদের ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাত্রায় ঠেলে দিচ্ছে। অভাব, দারিদ্র্য ও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়া হাজারো মানুষ এসব ঝুঁকি জেনেও এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন