সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার জাল ও মাদক উদ্ধার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (৩ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০০ কেজি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।


এর আগে, ২ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় মাদকবিরোধী আরেকটি অভিযানে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকা।

সর্বমোট উদ্ধারকৃত জাল ও মাদকের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মালামাল ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা দিয়ে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “সীমান্তে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন