সর্বশেষ

শিক্ষা

আজ খুলছে মাইলস্টোন, সীমিত পরিসরে চলবে নবম থেকে দ্বাদশ ক্লাস 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শোকাচ্ছন্ন পরিবেশে আজ রবিবার (৩ আগস্ট) ফের খোলা হচ্ছে রাজধানীর দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস।

প্রথম পর্যায়ে সীমিত পরিসরে শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। ধাপে ধাপে স্কুল শাখার অন্যান্য শ্রেণির ক্লাসও চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “রোববার সকাল ১০টায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু হবে। এরপর নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।”

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ বহু মানুষ হতাহত হন। এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সীমিত আকারে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন