পশ্চিমবঙ্গ

ফ্লাইটে সহযাত্রীর চড়, এরপর থেকেই নিখোঁজ হুসেইন মজুমদার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্য আকাশে চলন্ত বিমানে এক সহযাত্রীর চড়ের শিকার হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন হুসেইন আহমেদ মজুমদার (৩২) নামে এক যাত্রী। ইন্ডিগো এয়ারলাইন্সের মুম্বাই থেকে শিলচরগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

হুসেইনের পরিবার জানায়, তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে আসামের শিলচরের উদ্দেশে যাত্রা করেছিলেন। বিমানে ওঠার পর তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। ঘটনার সময় কেবিন ক্রুরা তাঁকে সহায়তা করছিলেন। এ সময় পাশের সিটে বসা যাত্রী হাফিজুল রহমান আচমকা হুসেইনকে চড় মারেন। পুরো ঘটনা একজন যাত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, কেবিন ক্রুরা হাফিজুলকে শান্ত করতে বলছেন এবং একজন যাত্রী প্রতিবাদ করে বলেন, "আপনি কেন তাঁকে মারলেন?" কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা বাহিনী হাফিজুলকে সিআইএসএফের হাতে তুলে দেয়। যদিও পরবর্তীতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

হুসেইনের পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি শিলচরে পৌঁছাননি। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং কোনো ধরনের যোগাযোগ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, হুসেইন মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করতেন এবং এর আগেও একাধিকবার একই রুটে ভ্রমণ করেছেন। তাঁর খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা কাছাড় জেলার উদারবন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিষয়টি সিআইএসএফকেও জানিয়েছেন।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে বিশৃঙ্খলার কারণে অভিযুক্ত যাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে হুসেইনের বর্তমান অবস্থান সম্পর্কে বিমান সংস্থাটি কোনো মন্তব্য করেনি।

নিখোঁজ হুসেইনকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তাঁর পরিবার, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দ্রুত অনুসন্ধানের আহ্বান জানিয়েছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন