বিনোদন

আগস্টের প্রথম দিনে 'সোনালি স্মৃতি' নিয়ে ফিরছে ইত্যাদি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দীর্ঘ তিন দশক ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সম্প্রচারিত হতে যাচ্ছে ২০০৯ সালের আগস্টে ধারণ করা একটি বিশেষ পর্ব, যেটি ধারণ করা হয়েছিল ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে এক বিশাল উন্মুক্ত মঞ্চে।

এই পর্বে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং শাকিলা জাফর। একইসঙ্গে বর্ষাকাল বিষয়ক একটি বিশেষ গান পরিবেশন করেছেন সামিনা চৌধুরী, যা নেওয়া হয়েছে টাঙ্গাইলে ধারণ করা ইত্যাদির একটি পর্ব থেকে। তিনটি গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আলী আকবর রুপু।


অনুষ্ঠানে স্থান পেয়েছে একাধিক ব্যতিক্রমী প্রতিবেদন। এর মধ্যে রয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার এক সংগ্রামী প্রতিবন্ধী নারী বানু আক্তারের জীবনগাথা, নাটোরের লক্ষ্মণবাড়িয়ার ‘আম চিঠি’ খ্যাত জাকির হোসেনের উদ্যোগ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন এবং অমূল্য নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

এছাড়াও নিয়মিত বিভাগগুলোর মধ্যে থাকবে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্র। পাশাপাশি সমসাময়িক সামাজিক অসঙ্গতি ও ঘটনাবলিকে ঘিরে নির্মিত কিছু ব্যঙ্গধর্মী নাট্যাংশও থাকছে পর্বে।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরাবরের মতো হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন