আন্তর্জাতিক

কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে: জাতিসংঘ সম্মেলনে বড় ঘোষণা আসছে

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অট্টাশিটি-তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে যাচ্ছে কানাডা, আর সেখানেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৩০ জুলাই, ২০২৫ তারিখে এক বিবৃতিতে জানিয়েছেন, “কানাডা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও দুই-রাষ্ট্র সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুতি নিয়েছি।”

তবে এই স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত দেওয়া হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ান অথরিটিকে অভ্যন্তরীণ প্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার আনতে হবে। ২০২৬ সালের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন ও সেই নির্বাচনে হামাসকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রকে সম্পূর্ণ ডিমিলিটারাইজড বা অস্ত্রমুক্ত রাখার নিশ্চয়তা দিতে হবে।

কানাডার এ ঘোষণার মধ্য দিয়ে গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সরকার জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ এবং স্বনির্ভর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

একইসাথে ফ্রান্স, যুক্তরাজ্য ও মাল্টাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে। তবে কানাডার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার মুখোমুখি হয়েছে, তারা বলছে, এতে হামাস “পুরস্কৃত” হবে।
ইতিমধ্যে কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে কানাডার আসন্ন সিদ্ধান্তকে ঘিরে।

সবকিছু ঠিক থাকলে, সেপ্টেম্বরে জাতিসংঘের মঞ্চেই ইতিহাস তৈরি করতে পারে দেশটি—অবশ্যই যদি ফিলিস্তিনীয় কর্তৃপক্ষ শর্তগুলো মেনে নেয়।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন