লাইফস্টাইল

ছোট চোখ বড় দেখানোর ৮ টি সহজ কৌশল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যেকোনো সাজে নিজের চোখ দুটোকে করতে চান আরও আকর্ষণীয়? ছোট চোখ বড় দেখানোর কৌশল জানলে খুব সহজেই আপনি পেতে পারেন দীঘল, প্রাণবন্ত চোখের লুক।

জন্মগতভাবে চোখ ছোট হলেও, মেকআপের কয়েকটি সহজ টিপস অনুসরণ করলেই দেখা যাবে চোখ অনেক বড় ও উজ্জ্বল দেখাচ্ছে। আর সেটা হবে একেবারে স্বাভাবিক দেখায়।

 

চলুন জেনে নিই ছোট চোখ বড় দেখানোর ৮টি কার্যকর টিপস—

 

১. ভ্রুতে দিন বিশেষ যত্ন
ভ্রু যদি সঠিক শেপে না থাকে, চোখের সৌন্দর্য ম্লান হয়ে যায়। তাই পার্লারে গিয়ে ভি শেপে ভ্রু প্লাক করান।

২. প্রস্তুত করুন ত্বক
মেকআপের আগে ত্বকে ময়েশ্চারাইজার, কনসিলার ও ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করে নিন। এতে চোখের চারপাশের ত্বক সমান ও মসৃণ হবে।

৩. ডার্ক সার্কেল ঢাকুন
চোখের পাতার ওপর, নিচে এবং ভ্রুর নিচে কনসিলার ব্যবহার করে ন্যাচারাল শেড তৈরি করুন।

৪. নুড আইশ্যাডো বেছে নিন
ছোট চোখ বড় দেখাতে হালকা নুড রঙের আইশ্যাডো ব্যবহার করুন চোখের উপরের ও নিচের পাতায়।

৫. গোলাপি বা পিচ টোন যোগ করুন
চোখের শেষ কোণে হালকা থেকে গাঢ় গোলাপি বা পিচ শেড দিন, এবং তা ভ্রুর নিচ পর্যন্ত ব্লেন্ড করুন।

৬. ভ্রু হাইলাইট করুন (যদি প্লাক না করা হয়)
প্লাক না করলে কালো আইশ্যাডো দিয়ে হালকা ভি শেপ তৈরি করুন। এতে চোখ আরও উঁচু দেখাবে।

৭. স্মার্ট কাজল ও লাইনার ব্যবহার
চোখের পাতায় চিকন করে কাজল বা আইলাইনার ব্যবহার করুন। ছেলেদের জন্য ওয়াটারলাইনে কাজল টানলেই যথেষ্ট। নিচের লাইনে সাদা কাজল দিন চোখ বড় দেখাতে।

৮. মাশকারা ও হাইলাইটার

 

হালকা মাশকারা চোখের পাপড়িতে দিন এবং ভ্রুর হাই পয়েন্টে হালকা হাইলাইটার ব্যবহার করুন।

 

বাড়তি টিপস:
আইল্যাশ বা রঙিন লেন্স ব্যবহার না করলেও শুধু সঠিক মেকআপ কৌশলে আপনার চোখ প্রাকৃতিকভাবেই বড় দেখাবে। অতিরিক্ত সাজ না করে ন্যাচারাল লুকেই ঝলমলে দেখানো সম্ভব।

 

চোখের সাজ শুধু মেয়েদের জন্য নয়, ছেলেরাও সহজেই এই টিপস অনুসরণ করে পহেলা বৈশাখ কিংবা যেকোনো উৎসবে চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
লাইফস্টাইল নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন