মিটফোর্ডে সোহাগ হত্যার: দায় স্বীকার করলেন মূল আসামি মহিন

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদ হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছেন মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন।
রোববার (২০ জুলাই) তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন জানায় পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে জবানবন্দি গ্রহণের পর মহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে মহিন স্বেচ্ছায় দায় স্বীকার করতে সম্মতি দেয়।
এর আগে গত ১০ ও ১৫ জুলাই, দুদফায় মোট ১০ দিনের রিমান্ডে নেয়া হয় মহিনকে।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কয়েকজন ব্যক্তি নির্মমভাবে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ একই ঘটনার সূত্র ধরে আরও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। এ পর্যন্ত দুই মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।
১২২ বার পড়া হয়েছে