সারাদেশ

বান্দরবানে বিএনপি অফিসে হামলা : আ. লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান শহরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের শেরেবাংলা নগরের বাসিন্দা আবুল কালাম বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমান সুজন, যুবলীগ নেতা শিবু চৌধুরী, সাবেক সভাপতি জামাল চৌধুরী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিমল কান্তি দাসসহ আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১৪ জুলাই গভীর রাতে বান্দরবান পৌর এলাকার আর্মি পাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি নিচে ফেলে দেয়। এ সময় একটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, কার্যালয়টি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালাচ্ছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে অফিসটি পুনরায় দখলে নেওয়ার উদ্দেশ্য ছিল তাদের।

বান্দরবান সদর থানার ওসি মাসুম পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন