জাতীয়

সোহাগ হত্যা মামলা: বাদ পড়ল পাঁচ আসামির নাম, যুক্ত হলো নতুন একজন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় পূর্বের খসড়া এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দিয়ে নতুন একজনের নাম যুক্ত করে চূড়ান্ত এজাহার দাখিল করা হয়েছে।

এতে মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, "তদন্তের ভিত্তিতে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদেরই চূড়ান্ত এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

সোহাগের বোন নিজেই এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

 

তবে এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চাপে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। 

প্রসঙ্গত, সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। মামলার তদন্তে নতুন তথ্য উঠে আসায় এজাহারে সংশোধন আনা হয় বলে জানান ডিএমপি কমিশনার।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন