সর্বশেষ

বিনোদন

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিনের এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জামিন নিতে এদিন সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন অপু বিশ্বাস। শুনানিকালে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে জামিনে মুক্তি দেন।

এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সে জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি এবার বিচারিক আদালতের শরণাপন্ন হন।

গত মার্চ মাসে রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হওয়া এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার আদালতে শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলার আবেদন করেন।

আদালতের নির্দেশে মামলাটি পরে ভাটারা থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়। ওই মামলায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেককেই আসামি করা হয়, যাদের মধ্যে ১৭ জন অভিনয়শিল্পী রয়েছেন। এ তালিকায় অপু বিশ্বাস ছাড়াও আছেন নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খানসহ অনেকে।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন, যা হত্যাচেষ্টার সহায়তা হিসেবে কাজ করেছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন