সর্বশেষ

আন্তর্জাতিক

রাজস্থানে সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর (IAF) একটি জাগুয়ার ট্রেনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল বলে জানানো হয়েছে।

IAF একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, বুধবার (৯ জুলাই) চুরু জেলার রতনগড় তেহসিলের ভাবানা বাদাভানে গ্রাম সংলগ্ন এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, “নিয়মিত প্রশিক্ষণের সময় আমাদের একটি জাগুয়ার ট্রেনার বিমান বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলটই মারাত্মক আহত হন এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়।”

চুরু জেলার পুলিশ সুপার জয় যাদব জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে আরোহীদের অবস্থা নিশ্চিত না করা গেলেও পরে বিমানবাহিনী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে গুজরাটের জামনগর জেলায় প্রশিক্ষণ চলাকালে একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যেখানে এক পাইলট নিহত হন।

এছাড়া, ২০২৪ সালের মার্চে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি জাগুয়ার বিমান বিধ্বস্ত হয় এবং একই দিনে পশ্চিমবঙ্গের বাগডোগরায় একটি এএন–৩২ পরিবহন বিমান জরুরি অবতরণ করে। তবে ওই দুই ঘটনায় আরোহীরা প্রাণে বেঁচে যান।

জানা গেছে, বুধবারের দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন