সর্বশেষ

আইন-আদালত

মুরাদনগরের 'ভিডিও' ছড়ানোর মূলহোতা শাহ পরানের ৫ দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীর বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় মূলহোতা শাহ পরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ পরান ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর আপন ছোট ভাই। ৩ জুলাই বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে পরদিন মুরাদনগর থানায় হস্তান্তর করে। ৫ জুলাই তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা জানান, শাহ পরানের বিরুদ্ধে ধর্ষণের পর পরিকল্পিতভাবে নির্যাতনের ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরে এক নারী ধর্ষণের শিকার হন। অভিযুক্ত ফজর আলীকে স্থানীয়রা ধরে পিটিয়ে পুলিশে দেন। পরদিন ভুক্তভোগী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা করেন।

এরপর রাজধানী ঢাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে এবং পর্নোগ্রাফি মামলায় কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে বাহেরচর গ্রামের মোহাম্মদ আলী সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিককে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে চার আসামিকে তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তারা আদালতে স্বীকারোক্তি দেননি। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের গণপিটুনিতে তার হাত-পা ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। তার সুস্থ হতে দুই মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন