সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলে নিষিদ্ধ আলজাজিরার আইনি লড়াই, কৌশলে সংবাদ প্রচার

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ৫ মে, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে আলজাজিরা টেলিভিশন চ্যানেল ও তাদের ওয়েবসাইটকে ইসরায়েলে সম্প্রচার ও কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে।

ওই দিন মন্ত্রিসভার সিদ্ধান্তের পর, ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমে আলজাজিরার অফিসে অভিযান চালিয়ে সম্প্রচার সরঞ্জাম জব্দ করে এবং অফিস বন্ধ করে দেয়। একইসাথে, টিভি চ্যানেল ও ওয়েবসাইট ব্লক করে দেয়া হয় এবং কেবল ও স্যাটেলাইট অপারেটরদের মাধ্যমে সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ হয়।

সরকার দাবি করে, আলজাজিরা “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” এবং “হামাসের মুখপাত্র” হিসেবে কাজ করছে। নতুন আইনের আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

নিষেধাজ্ঞার পর আলজাজিরা ইসরায়েল ও পূর্ব জেরুজালেমে সরাসরি রিপোর্টিং বন্ধ রাখলেও, গাজা ও পশ্চিম তীর থেকে স্থানীয় সাংবাদিক ও ফ্রিল্যান্সারদের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। আন্তর্জাতিক ডেস্ক ও অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে সংবাদ যাচাই ও প্রকাশ অব্যাহত রয়েছে। পাশাপাশি, ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে চ্যানেলটি।

আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা হয়েছে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও, আলজাজিরা গাজা, পশ্চিম তীর ও আন্তর্জাতিক সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন