ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা, ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।
‘আমেরিকা পার্টি’ নামের এ দলের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের করনীতির সংস্কার ও বাজেট ঘাটতি রোধ—এমনটাই দাবি মাস্কের।
তবে মাস্কের এই ঘোষণা তীব্র সমালোচনার মুখে পড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। স্থানীয় সময় রোববার নিউ জার্সির মোরিসটাউন থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প মাস্কের পরিকল্পনাকে “হাস্যকর” বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “তৃতীয় একটি দল গঠন করার চিন্তা হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা অনেক বড় সাফল্য পেয়েছি। আমেরিকার রাজনীতির গঠনটাই দুই-দলীয়। তৃতীয় দল কেবল বিভ্রান্তি সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “আমার মতে, এই দেশের রাজনৈতিক কাঠামোই গঠিত হয়েছে দুইটি প্রধান দলকে ঘিরে। তৃতীয় কোনো দল কখনোই কার্যকর হয়নি। মাস্ক হয়তো এটিকে মজা হিসেবে নিচ্ছে, কিন্তু আমার দৃষ্টিতে এটি মোটেও গুরুতর কিছু নয়।”
পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ মাস্ককে সরাসরি আক্রমণ করে লেখেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সে এখন যেন একটি চলন্ত রেল দুর্ঘটনার মতো।”
এর আগে শনিবার মাস্ক ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দিয়ে বলেন, “ট্রাম্পের কর ছাড় ও অপচয়কারী বাজেট পরিকল্পনা দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখনই সময় নতুন এক রাজনৈতিক পথ তৈরির।”
মাস্কের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তেজনা ও আলোচনা তৈরি করেছে।
১১৭ বার পড়া হয়েছে