টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু ৫০ ছাড়িয়েছে, নিখোঁজ ২৭ শিশু

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সিএনএনের খবরে জানানো হয়, খের কাউন্টিতে সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বারনেট কাউন্টিতে তিনজন এবং ট্রাভিস কাউন্টিতে মারা গেছেন চারজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনও শতাধিক উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। অপরদিকে, বার্তা সংস্থা এপি জানিয়েছে, বন্যার পর ৩৬ ঘণ্টা পার হলেও সামার ক্যাম্পে অংশ নেওয়া ২৭ শিশু নিখোঁজ রয়েছে।
খের কাউন্টির শেরিফ ল্যারি এল. লেইথা বলেছেন, “উদ্ধার কাজ চলছে এবং যতক্ষণ না সবাইকে খুঁজে পাই, ততক্ষণ এটি চলবে।” ইতোমধ্যে কিছু পরিবার সামাজিক মাধ্যমে তাদের সন্তানের মৃত্যুর খবর জানিয়েছে। এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মৌসুমি ভারি বৃষ্টিতে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে বন্যা সৃষ্টি হয়। নদীর ধারে অবস্থিত একটি গ্রীষ্মকালীন শিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেক্সাস হিল কান্ট্রির খের কাউন্টির কিছু এলাকায় জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে প্রবল বজ্রসহ বৃষ্টি হয়েছে।
খের কাউন্টির কারভিল শহরের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, “ভোর হওয়ার আগেই ভয়াবহ বন্যা দেখা দেয়। সবকিছু ঘটেছে দুই ঘণ্টারও কম সময়ে। এমনকি রাডারেও সময়মতো শনাক্ত করা সম্ভব হয়নি।”
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
১৩৮ বার পড়া হয়েছে