সর্বশেষ

খেলা

দুই ইনিংসে গিলের ৪৩০, জয়ের দ্বারপ্রান্তে ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এজবাস্টন টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়ে একাই ৪৩০ রান করেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল।

প্রথম ইনিংসে ২৬৯ রানের রেকর্ড গড়ার পর দ্বিতীয় ইনিংসে আরেকটি সেঞ্চুরি ১৬১ রান। গিলের এই ব্যাটিং বিস্ফোরণে ইংল্যান্ডের সামনে দাঁড়িয়েছে ৬০৮ রানের পাহাড়সম লক্ষ্য।

চতুর্থ দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭ রান নিয়ে দিন শেষ করেছে। জয়ের জন্য শেষ দিনে তাদের দরকার আরও ৫৩৬ রান, আর ভারতের দরকার মাত্র ৭টি উইকেট।

টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত ১ উইকেটে ৬৪ রান নিয়ে দিন শুরু করে। গিল খেলেন ১৬২ বলে ঝড়ো ১৬১ রানের ইনিংস, যাতে ছিল ১৩টি চার ও ৮টি ছক্কা। সঙ্গী হিসেবে ছিলেন জাদেজা (৬৯*), পান্ত (৬৫), রাহুল (৫৫) ও নাইর (২৬)। দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪২৭, এরপরই ইনিংস ঘোষণা করে ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। মাত্র ১১ রানে জ্যাক ক্রাউলি (০) ও পরে বেন ডাকেট (২৫) এবং জো রুট (০)-এর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। আকাশ দ্বীপ একাই নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট, আর একটিতে অবদান রেখেছেন মোহাম্মদ সিরাজ।

দিনের শেষে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক (১৫) ও ওলি পোপ (২৪)।

এজবাস্টনে এর আগে কখনো টেস্ট জেতেনি ভারত। তবে এবার শুবমান গিলের ব্যাটে ভর করে ইতিহাস গড়ার পথে রয়েছে টিম ইন্ডিয়া। শেষ দিনে ইংল্যান্ড ব্যাটাররা যদি দৃঢ় প্রতিরোধ গড়তে না পারেন, তাহলে জয় খুব একটা দূরে নয় ভারতের জন্য।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন