সর্বশেষ

আইন-আদালত

কুমিল্লার মুরাদনগরে তিন খুনের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা করার ঘটনায় মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রোকসানা বেগমের মেয়ে রিক্তা আক্তার এ মামলা দায়ের করেন। এদিকে, সেনাবাহিনীর অভিযানে ওই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ৩ জুলাই সকালে মোবাইল ফোন চুরির ঘটনায় শুরু হওয়া বিরোধের জেরে মাদক বিক্রির কথা বলে গঠনকৃত এক সংঘর্ষে একই পরিবারের মা রোকসানা বেগম (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার (২৯)কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় পরিবারের আরও একজন সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার পর এখনও পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। তবে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ার নেতৃত্বে একটি দল আকবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬) নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মোবাইল চুরির ঘটনায় সৃষ্টি হওয়া বিরোধের ফলশ্রুতিতে পিটিয়ে ও কুপিয়ে তাদের হত্যা করা হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন