সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে শিক্ষার্থী মারধরের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক হাফিজুর রহমান ওরফে জিয়া হাফিজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, ঘটনাটির প্রাথমিক সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনকে। অন্যান্য সদস্যরা হলেন—উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি এবং উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বুধবার (২ জুলাই) সকালে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোয়াদ হোসেনকে সহকারী শিক্ষক হাফিজুর রহমান এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন, এতে সে রক্তাক্ত জখম হয়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ইউএনও বলেন, “শিশুদের সঙ্গে ব্যবহার হতে হবে কোমল ও সহনশীল। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন