সর্বশেষ

জাতীয়

বনানীর হোটেলে হামলা: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন। ঘটনার পর যুবদল থেকে মনিরকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, বুধবার রাতে সংঘটিত এই হামলার ঘটনায় অভিযুক্তদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না এবং যুবদলের অন্য নেতাকর্মীদের সঙ্গে তার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, শাড়িপরা এক নারী আতঙ্কিত হয়ে হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নামছেন। হঠাৎ এক ব্যক্তি তার পথরোধ করে আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। তার পেছনে থাকা আরও এক নারীকে কয়েকজন ধাওয়া করে ফেলে দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হোটেল কর্তৃপক্ষ বলছে, হামলার সময় হোটেলের ভেতরে অতিথিরা আতঙ্কে পড়ে যান এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন