স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল তারকা দিয়েগো জোতা

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্পেনের জামোরা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়েগো জোতা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই। খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ডের স্কাই নিউজ ও স্পেনের প্রভাবশালী দৈনিক মার্কাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই পর্তুগিজ তারকা, যিনি সদ্যসমাপ্ত মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতে ক্যারিয়ারের অন্যতম সফল সময় কাটাচ্ছিলেন। ছুটিতে গিয়ে ভাইয়ের সঙ্গে ছিলেন নিজ দেশে, অবসরের মুহূর্তে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, ভাই আন্দ্রেকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্পেনের এ-৫২ মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আন্দ্রে জোতা ছিলেন দিয়েগোর চেয়ে মাত্র দুই বছরের ছোট এবং পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবে খেলতেন।
মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের প্রেমিকা রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন দিয়েগো জোতা। তাদের সংসারে রয়েছে তিনটি সন্তান। বিয়ের ছবিগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, অথচ সেই হাসিমুখের মানুষটিই আজ আর নেই।
এই করুণ মৃত্যুতে ফুটবল দুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা ও সহকর্মীরা শোক জানাচ্ছেন প্রিয় তারকার বিদায়ে।
১৩০ বার পড়া হয়েছে