সর্বশেষ

আইন-আদালত

ইতালির তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী এবং মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।
খালাসপ্রাপ্তরা হলেন—বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন এবং সোহেল।

মামলার তদন্ত ও বিচার চলাকালে জানা যায়, তামজিদ, রাসেল, মিনহাজুল, মতিন এবং শাখাওয়াত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল বিচার চলাকালে পলাতক ছিলেন, মতিন ছিলেন জামিনে এবং বাকিরা কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় পাঁচজনকেই আদালতে হাজির করা হয়।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নেদারল্যান্ডভিত্তিক সংস্থা ‘আইসিসিও কো-অপারেশন’-এর বাংলাদেশ প্রতিনিধি ও ইতালির নাগরিক তাবেলা সিজার।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইটে দাবি করা হয়।

ঘটনার পরদিন নিহতের সহকর্মী হেলেন দার বিক গুলশান থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালের ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ওই বছরের ২৪ আগস্ট মহানগর দায়রা জজ আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

তদন্তে উঠে আসে, আসামিরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। তাদের লক্ষ্য ছিল—একজন শ্বেতাঙ্গ বিদেশিকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন