‘ভাতের পাতে স্বস্তি’ চেয়ে বরিশালে চালের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ এই স্লোগানে বরিশালে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ একাধিক সংগঠন ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা জানান, সরকারি পরিকল্পনা কমিশনের তথ্যমতে ২০২৪ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির প্রায় ৪০ শতাংশ দায়ী চাল। বোরো মৌসুমে উৎপাদন স্বাভাবিক থাকলেও বাজারে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মিল পর্যায়ে খরচ বৃদ্ধি, ধান সংগ্রহে অব্যবস্থাপনা, অবৈধ মজুতদারি এবং বাজার তদারকির অভাব এর জন্য দায়ী।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ও বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশে প্রায় ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিনের ন্যূনতম খাদ্য ব্যয় এখন ৩ হাজার টাকার ওপরে, যা গড় আয় ও দারিদ্র্যসীমার তুলনায় অনেক বেশি। ফলে সাধারণ মানুষের খাদ্য ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
১২৩ বার পড়া হয়েছে