সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের বিল পাস হলে ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বিগ বিউটিফুল বিল’ নামে বিশাল বাজেট ও কর বিলের তীব্র সমালোচনা করে মাস্ক ঘোষণা দিয়েছেন, এই বিলটি পাস হলে তিনি “আমেরিকা পার্টি” নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন।

সোমবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক বলেন, “এটি স্পষ্ট, আমরা এখন একদলীয় দেশের বাসিন্দা—‘পোর্কি পিগ পার্টি’। এখন সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে।”
মাস্কের অভিযোগ, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যাবে, যা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি বলেন, “যারা বাজেট কমানোর প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেসে গেছেন, তারাই এখন ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছেন—তাদের লজ্জা পাওয়া উচিত এবং আমি নিশ্চিত করব, তারা আগামী নির্বাচনে প্রাথমিক পর্বেই হেরে যান।”

মাস্ক আরও বলেন, “আমাদের দেশে এখন প্রকৃতপক্ষে ডেমোক্র্যাট-রিপাবলিকান ইউনিপার্টি চলছে। জনগণের প্রকৃত কণ্ঠস্বর নেই। তাই বিকল্প রাজনৈতিক দল দরকার।”
তিনি জানান, বিলটি পাস হলে পরদিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে এবং তিনি নিজেই এর নেতৃত্ব দেবেন।

বিল নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা গেছে। ট্রাম্পের দাবি, মাস্কের ব্যবসা সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল, আর মাস্ক বলছেন, বিলটি “ভবিষ্যতের শিল্পকে ধ্বংস করবে এবং অতীতের শিল্পকে বাড়তি সুবিধা দেবে”।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন আইনগত ও রাজনৈতিকভাবে কঠিন হলেও মাস্কের এই ঘোষণা দেশটির রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন