সর্বশেষ

জাতীয়হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা, অগ্নিসংযোগ
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
সিরাজগঞ্জে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন'র দুই দিনব্যাপী মহাসমাবেশ শুরু আজ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে টোল বন্ধের দাবিতে অবরোধ, যানজটের সৃষ্টি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার, ২৯ জুন, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এর ফলে সেতুর দুই পাশে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার কারণে হাজার হাজার পথচারী ও যানবাহন ভোগান্তিতে পড়েন।

প্রতিবাদ চলাকালে, স্থানীয়রা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চলাচল করেন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘ দিন ধরে নির্মাণ ব্যয় বেশি হয়ে যাওয়ার পরেও টোল আদায়ের ব্যাপারে সরকারি কর্তৃপক্ষের অবহেলা এবং চাঁদাবাজির মতো অপকর্মের অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, সেতুর নির্মাণের খরচ ইতিমধ্যেই উঠে গেছে, তাই অবিলম্বে স্থায়ীভাবে টোল বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

আন্দোলনকারীদের একজন খালেদা খাতুন বলেন, “অবরোধের এক ঘণ্টা হয়ে গেল, কিন্তু টোল আদায় বন্ধ হয়নি। অফিসের সময় হয়ে গেছে, তাই হেঁটে যাচ্ছি।” অন্য একজন পথচারী খোকসার রাজু আহমেদ বলেন, “অনেক সময় ধরে অপেক্ষা করছি। কোর্টে যেতে হবে। এই ভোগান্তি আর সহ্য করব না, চাই স্থায়ীভাবে টোল বন্ধ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ও সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, “অভিযোগের ভিত্তিতে দু’দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।” সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও, পরিস্থিতি শান্ত হলে অবরোধ প্রত্যাহার হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে ২০০৫ সাল থেকে টোল আদায় শুরু হয়। তবে, ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে টোল আদায় বন্ধ রয়েছে। এর ফলে, সরকার দৈনিক তিন থেকে চার লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। এর আগে, ৭ আগস্ট টোলপ্লাজায় আগুন দিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেয় জনতা। এরপর, বিভিন্ন দফায় হামলা বা বাধা দেওয়ার কারণে টোল আদায় বন্ধ থাকে।

আন্দোলনকারীরা জানান, তারা চাই স্থায়ীভাবে এই টোলের অবসান। তাদের পক্ষ থেকে বলা হয়, “সরকারের কাছে আমাদের দাবির সমাধান না হলে আন্দোলন চলবে অব্যাহত থাকবেই।” তবে, প্রশাসন বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও, আলোচনা শেষে পরিস্থিতি শান্ত হয়। কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, “আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হলে অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন