সাহিত্য
তোমার আলতো স্পর্শের কথা
স্মৃতির পাতায়

লাকি জাদু
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তোমার আলতো স্পর্শের কথা
মনে পরলেও আমি হয়ে যাই দিশেহারা
পাবোনা যেনেও আকড়ে ধরার ইচ্ছে
মনকে করে তোলে পাগলপারা।
তোমার নিশ্বাসের শব্দ আজও শুনতে পাই
এলোমেলো ভাবনায় তোমাতেই হারাই,
দূরে ভিষণ, তবু গাঁয়ের ঘ্রাণ -
অজান্তেই অনুভবে কোথায় যেন ঠাঁই।
তোমার আগলে রাখার ধরনটুকু
এখনও আমায় বড্ড তড়পায়,
হলে না আমার, যেটুকু পেলাম
তাতেই তুষ্ট, জমা রইলো স্মৃতির পাতায়।
৪৫২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর