সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে হচ্ছে না শরিফ ওসমান হাদির প্রথম জানাজা
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা, অগ্নিসংযোগ
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
সিরাজগঞ্জে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন'র দুই দিনব্যাপী মহাসমাবেশ শুরু আজ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

একদিনে সাপের কামড়ে কুষ্টিয়ায় দুই মৃত্যু, আলোচনায় রাসেলস ভাইপার

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলায় সাপের কামড়ে একদিনে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর আবারও রাসেলস ভাইপার সাপ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার ভোরে ও সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক নাসির উদ্দিন।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার গবরপাড়া গ্রামের বাসিন্দা নাহারুল ইসলামের ছেলে কালু ইসলাম (৩৫) এবং কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের বাসিন্দা করিম প্রামাণিকের ছেলে কামরুজ্জামান (৫০)।

এর মধ্যে কালু ইসলাম মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গেলে সাপ তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, কামরুজ্জামান নিজের কলা বাগানে কাজ করার সময় তাকে ‘রাসেলস ভাইপার’ সাপ কামড় দেয়। বুধবার বেলা ১১টার দিকে কামরুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে স্বজনরা।

হাসপাতালে প্রয়োজনীয় চিৎকিসার প্রাথমিক আয়োজন চলাকালেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত কামরুজ্জামানের স্ত্রী নাজিরা খাতুন আহাজারি করতে করতে বলেন, “কতজনকে সাপে কামড়ায়, আবার তারা চিকিৎসা নিয়ে বেঁচে যায়, আমিও মনে করেছিলাম আমার স্বামীও ভালো হয়ে যাবে। কিন্তু তা আর হলো না।

“হায় আল্লাহ! আমি এখন কী করবো, বাঁচবো কিভাবে?”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, “শুধুমাত্র সচেতনতার অভাবে এর আগেও হাসপাতালে আসার পর চিকিৎসা প্রয়োগের আগেই সাপের কামড়ে আহত রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন হলো বিষাক্ত সাপে কামড়ালে কোনো রকম কালবিলম্ব না করে দ্রুততার সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসা।

“কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাপে কামড়ালে রোগীর স্বজনরা শুধু শুধু ওঝার কাছে দৌঁড়িয়ে বা নানা কারণে সময়ক্ষেপণ করেন। এতেই রোগীর জীবন সংকটময় হয়ে যায়।”

তিনি বলেন, “আজকের (বুধবার) দুই জন রোগীর মৃত্যুর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। হাসপাতালে সার্বক্ষণিক এন্টি ভেনম সংরক্ষিত আছে। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে আসলেই বিনামূল্যে প্রয়োজনীয় সব রকম চিকিৎসা দেওয়া হয়, দরকার শুধু অধিকতর সচেতনতা।”

এদিকে, জেলায় একইদিনে সাপের কামড়ে দুইজনের মৃত্যুর ঘটনায় আবারও সাপ আতঙ্কে ভুগছে জেলাবাসী।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন