সর্বশেষ

আইন-আদালত

জয়কে অপহরণ-হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তথ্যচিত্র নির্মাতা ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান সাত বছরের সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন।

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় এ রায় দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজ।

রায় ঘোষণার সময় শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সুদীর্ঘ নয় বছর পরে সত্য প্রতিষ্ঠিত হলো। মাননীয় বিচারকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা প্রমাণ করেছেন যে, এখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।”

সাজা বাতিলের এই রায়ে সাংবাদিক মহলে স্বস্তির ছায়া নেমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মামলার পটভূমি
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে কোনো এক সময় থেকে শুরু করে ২০১৫ সালের মধ্যে বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের কয়েকজন শীর্ষ নেতা মিলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। স্থান হিসেবে উল্লেখ করা হয় ঢাকার পল্টনের জাসাস কার্যালয়, নিউইয়র্ক শহর, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন স্থান।

২০১৫ সালের ৩ আগস্ট গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় সজীব ওয়াজেদ জয়সহ মোট ১২ জন সাক্ষ্য প্রদান করেন।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর পাঁচ আসামির বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন শফিক রেহমান ও সাংবাদিক মাহমুদুর রহমান।

আপিল ও খালাস
রায়ের বিরুদ্ধে আপিল করে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। শুনানির পর আদালত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন এবং দণ্ড স্থগিত করেন। এরপর চলতি বছরের ২৭ এপ্রিল আপিল শুনানি শেষ হয় এবং আজ (২৭ মে) রায় ঘোষণা করেন আদালত।

এ মামলায় অন্য আসামিদের আপিল শুনানি এখনো বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন