ভারতীয় অভিনেতা মুকুল দেব আর নেই

শনিবার, ২৪ মে, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিল্লিতে শুক্রবার গভীর রাতের দিকে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু খবর নেটিজেনরা জানতে পারে।
শিল্পজগতের বন্ধু ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মনোজ বাজপেয়ী প্রথম মুকুল দেবের মৃত্যুর খবর জানান।
মুকুল দেব হিন্দি ও ভারতের অন্যান্য ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর বড় ভাই রাহুল দেবও একজন সফল অভিনেতা।
অভিনয় ক্যারিয়ারে তিনি প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। এটি ছিল বলিউডে তাঁর প্রথম পদচারণা। এরপর সালমান খানের ‘জয় হো’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল।
এছাড়াও তিনি ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ সহ বহু বাংলা, মালয়ালি, পাঞ্জাবি ও মারাঠি সিনেমায় কাজ করেছেন।
জন্ম পাঞ্জাবি পরিবারে, বাবার নাম হরি দেব, যিনি সহকারী পুলিশ কমিশনার। অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন প্রিয় এই অভিনেতা।
শোকস্তব্ধ পরিবার ও ভক্তদের জন্য এই ক্ষতি অপূরণীয়।
১০৩ বার পড়া হয়েছে