সারাদেশ
ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।
বেনাপোলে ভারতে পালানোর চেষ্টাকালে যুবলীগ নেতা গ্রেফতার

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
সোমবার, ১৯ মে, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, জামিল আহম্মেদ ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে পাসপোর্টে বহির্গমন সিলের জন্য জমা দেন। এ সময় কর্মকর্তাদের কাছে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি 'স্টপ লিস্টে' রয়েছেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জামিল আহম্মেদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর