সর্বশেষ

জাতীয়

নগর ভবনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি, ইশরাককে শপথ পড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিক্ষোভকারীরা নগর ভবনের মূল ফটক ও আশপাশের এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ শিরোনামের ব্যানারে চলা এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নগর ভবনের সব গেট তালাবদ্ধ করে রেখেছেন। এর ফলে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে পারেননি।

আন্দোলনের কারণে গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সেবা নিতে আসা নাগরিকরা নগর ভবন থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। একইসঙ্গে, অনেক কর্মকর্তা কর্মদিবসের শেষ দিনে প্রয়োজনীয় দাপ্তরিক কাজেও অংশ নিতে পারছেন না।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, “আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হওয়ার পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এটি জনরায়ের প্রতি অসম্মান। তাই আমরা বাধ্য হয়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন