সর্বশেষ

জাতীয়

যমুনা অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে লংমার্চে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে।

এতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে পুলিশ লংমার্চে বাধা দেয়। সাড়ে ১২টার দিকে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে, পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

আহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে মৎস্য ভবন মোড়ের দিকে সরে যান।

লংমার্চটি দুপুর পৌনে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তরের গণহত্যা ভাস্কর্য’ চত্বর থেকে শুরু হয়। 'জুলাই ঐক্য' নামক একটি ছাত্রজোট এই কর্মসূচির আয়োজন করে। জোটটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত।

লংমার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

তাদের তিন দফা দাবি হলো:

আবাসন সুবিধা: ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে, যতদিন না পর্যন্ত স্থায়ী আবাসনব্যবস্থা নিশ্চিত হচ্ছে।

 

পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে।

 

দ্বিতীয় ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প আগামী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

 

আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসিতে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) গিয়েছিল। তবে সেদিন প্রত্যাশিত কোনো আশ্বাস না পাওয়ায় 'লংমার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করা হয়।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন