সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে সাবেক বিএনপি নেতা ইসমাইল হোসেনের ইন্তেকাল, রাজনৈতিক অঙ্গনে শোক

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সামাজিক সংগঠক তৌহিদুল ইসলাম তাইজুলের পিতা বিএনপির সাবেক সাংগঠনিক নেতা ইসমাইল হোসেন আর নেই।

সোমবার (১২ মে) রাত পৌনে ৮টার দিকে পৌর সদরের কাজীপাড়া মহল্লায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শাহী কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।

ইসমাইল হোসেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক মেয়র ও সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন