নড়াইলের লোহাগড়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিলে সালমান খন্দকার (২৪) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমান খন্দকার লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে পিকনিকে অংশ নেন সালমান। রাত ১১টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরে নিজ বাড়িতে ফেরার কিছু সময় পর আবারও বের হয়ে যান। এরপর রাতে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান।
শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিলে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সালমানের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৬ বার পড়া হয়েছে