আবারও মরুর বুকে ঝড় তুলবেন জেমস

বুধবার, ৭ মে, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মরুর বুকে আবারও সুরের ঢেউ তুলতে আসছেন বাংলাদেশের রক আইকন নগর বাউল জেমস।
সৌদি সরকারের আয়োজনে 'পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড' শীর্ষক কনসার্টে ৯ মে জেদ্দায় মঞ্চ মাতাবেন তিনি। এর আগে, গত ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে প্রবাসী দর্শকদের গানে গানে মাতিয়েছিলেন জেমস। লাখো প্রবাসী দর্শকের উপস্থিতিতে গেয়েছিলেন 'মা', 'আসবার কালে আসলাম একা', 'দুষ্টু ছেলের দল', 'বেদের মেয়ে জোসনা', 'ভিগি ভিগি' সহ অসংখ্য জনপ্রিয় গান। কালো টি-শার্ট, নীল জিনস ও মাথায় সেই পরিচিত গামছা পরে গিটার হাতে মঞ্চে উঠতেই করতালিতে ফেটে পড়েছিল কনসার্ট ভেন্যু।
জেমসের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে জেদ্দায় তার কনসার্টের খবর। পোস্টে লেখা হয়েছে, "প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, দেখা হবে জেদ্দাতে ৯ মে।" জানা গেছে, জেদ্দার কনসার্টে জেমসের সঙ্গে আরও দুই শিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া গান গাইবেন।
এদিকে, এ বছর দাম্মামের আয়োজনে অংশ নিতে না পারলেও ৭ মে জেদ্দায় গাইবেন জনপ্রিয় শিল্পী পড়শী। গত বছর রিয়াদ সিজনেও অংশ নিয়েছিলেন তিনি। পরদিন ৮ মে জেদ্দায় গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জেদ্দার আগে দাম্মামেও 'পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড' অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইমরান।
সৌদি আরবের 'ভিশন ২০৩০' পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সাল থেকে চালু হয়েছে 'রিয়াদ সিজন', যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা এক মঞ্চে আসেন। সেই ধারাবাহিকতায় এ বছর নতুন সংযোজন 'পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড'। এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি সুদান, ভারত, ফিলিপাইনসের শিল্পীরাও অংশ নিচ্ছেন।
জেদ্দার কনসার্টেও দাম্মামের মতো উন্মাদনা দেখা যাবে কিনা, সেদিকেই তাকিয়ে আছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা।
১১৮ বার পড়া হয়েছে